বিডি প্রতিবেদক :
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের মহেশখালীতে উপজেলা চেয়ারম্যান পদে বাবা ও ছেলে একসাথে চেয়ারম্যান পদে লড়ছেন।
মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শরীফ বাদশা আনারস প্রতীক নিয়ে ও তার ছেলে আব্দুল্লাহ আল নিশান চিংড়ি প্রতীক নিয়ে নির্বাচন করে যাচ্ছেন।
আগামী ৮ মে মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতীক বরাদ্দের পর বাবা শরীফ বাদশা আনারস প্রতীক নিয়ে প্রচারণা চালালে ছেলে আব্দুল্লাহ আল নিশান কে প্রচার প্রচারণায় দেখা যায়নি।
শরিফ বাদশা, উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে বিগত জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ২ আসন থেকেই অংশ নিয়েছিলেন।
শরীফ বাদশা বলেন, বাবা ছেলে দুজনেই দাঁড়িয়ে ছিলাম। তবে নির্বাচন করছি আমি, আমার ছেলে নির্বাচন করবে না।
আমি সংসদ নির্বাচনে ও অংশগ্রহণ করেছি। এবারেও গণসংযোগ কালে মানুষের ভালো সাড়া পাচ্ছি।