সাকলাইন আলিফ :
শ্রমিক–মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই শ্লোগানে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করছে জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা। দিবসটি পালন করতে দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করে।
এই উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ও আলোচনা
সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার বিকালে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া আয়োজন উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র
মাহবুবুর রহমান চৌধুরী।
জাতীয় শ্রমিক লীগের কক্সবাজার জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম কালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ওসমান গণির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন কক্সবাজার কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী।
পরে শ্রমিকদের অংশগ্রহণে বিশাল একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।