কক্সবাজারের তিন উপজেলায় বেসরকারিভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন

bdworldbdworld
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩২ PM, ০৮ মে ২০২৪

বিডি প্রতিবেদক :

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার কক্সবাজারের তিন উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

তিন উপজেলার মধ্যে দুইজন নতুন ও তরুণ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একজন আগে পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

বুধবার কক্সবাজার সদর উপজেলা কুতুবদিয়া ও মহেশখালী ৩ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। সকাল আটটা থেকে যত নিয়মে ভোট গ্রহণ শুরু হয়। যা টানা বিকেল চারটা পর্যন্ত চলে।

নির্বাচন শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা কন্ট্রোল রুম থেকে তিন উপজেলার চেয়ারম্যান কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

তারা হলেন, কক্সবাজার সদরে সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আবছার, মহেশখালীতে তরুণ ব্যবসায়ী, মোহাম্মদ জয়নাল আবেদীন, কুতুবদিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ আইনজীবী ব্যারিস্টার হানিফ বিন কাসেম।

এছাড়া কক্সবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দিতায় বায়স চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আক্তার।

কুতুবদিয়াতে বায়স চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আকবর খান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসিনা আক্তার বিউটি।

আপনার মতামত লিখুন :