আবু নাছের মঞ্জু, নোয়াখালী-
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে সদ্য বিলুপ্ত জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক সাংসদ আয়েশা ফেরদৌস ও তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলীকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (১০ আগষ্ট) রাত তিনটার দিকে হাতিয়ার পৌরসভার চর কৈলাশে মোহাম্মদ আলীর নিজ বাড়ি থেকে নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নৌবাহিনীর সদস্যরা তাদের তিনজনকে
নিজেদের হেফাজতে নিয়ে যায়।
মোহাম্মদ আলী তিন মেয়াদে জাতীয় পার্টি, স্বতন্ত্র এবং সর্বশেষ আওয়ামী লীগ থেকে হাতিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি হাতিয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি এবং তার স্ত্রী আয়েশা ফেরদৌস একই কমিটির সহ সভাপতি।
গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে মোহাম্মদ আলী তার স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজ বাড়িতে অবস্থান করে আসছিলেন। ৫ আগষ্ট থেকে
নৌবাহিনীর হেফাজতে নেওয়ার আগ পর্যন্ত গত কয়েকদিন বাড়িটি দিনরাত নেতাকর্মী বেষ্টিত ছিল।
নৌবাহিনীর হাতিয়া ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার রেদওয়ানুজ্জামান বলেন, হাতিয়ার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলায় সাবেক সংসদ সদস্য দম্পতি ও তাদের ছেলেকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থনীয় একটি সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের জন্মস্থান হাতিয়ায়। ১২ আগষ্ট তার হাতিয়া আগমনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। এ সময় যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে স্ত্রী সন্তানসহ মোহাম্মদ আলীকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হতে পারে বলে ধারণা করছেন অনেকে।