শিরোনাম :
কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন” পেকুয়ায় সন্তানের নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ পিতা যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি ফজলে করিম শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোদ-বৃষ্টি আধার রাতে;আমরা আছি রাজপথে-চকরিয়াতে কেন্দ্রীয় সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ

“বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান”

নিউজ রুম / ৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

আবু মিহরান  :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের শহীদ আহসান হাবিব ও ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের শহীদ নূর মোস্তফার পরিবারের সাথে সাক্ষাৎ করতে ২১d আগস্ট বিকাল ৩ টায় চকরিয়া এসে পৌঁছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। এ সময় শহীদ আহসান হাবিবের পিতাকে তিনি বুকে টেনে নিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং শহীদ আহসান হাবিবের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন। মহান আল্লাহর কাছে ধৈর্য কামনা করেন। তিনি শহীদের পিতার হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পরে স্থানীয় স্টেশনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র জনতার বিরোচিত ভূমিকার কারণে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। এখন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটিকে ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা করতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আ’লীগের দীর্ঘ পনের বছরের দুঃশাসনে দেশবাসী কে শান্তি -শৃংখলা ও সমৃদ্ধির পরিবর্তনে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কে কর্ম শক্তিতে রূপান্তরিত করতে হবে। পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক। ফাঁসিয়াখালীর পথসভা শেষে আমীরে জামায়াত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নে নিহত শহীদ নূর মোস্তফার পরিবারের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়। বিকাল ৪টায় শহীদ নূর মোস্তফার পিতার সাথে সাক্ষাৎ করে সান্তনা প্রদান করেন এবং সমবেদনা জানান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নূর মোস্তফার পিতার হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পরে স্থানীয় স্টেশনে পথসভা অনুষ্ঠিত হয়। ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী‌র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, দেশ থেকে পলাতক রাজনীতিকরা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ছাত্র- জনতার কাংখিত বাংলাদেশ গড়তে সকল ষড়যন্ত্র উপড়ে ফেলতে হবে। দেশে কোন সংখ্যা লঘু গোষ্ঠীতে আমরা বিশ্বাসী নয়। সকলেই বাংলাদেশী হিসেবে সমান অধিকার নিশ্চিত করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমরা কারো ভয়ভীতিতে দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করিনি ভবিষ্যতেও করব না ইনশা আল্লাহ। আমরা একমাত্র মহান আল্লাহর কাছেই মাথা নোয়াই। সুতরাং দেশ ও জাতির দায়বদ্ধতা থেকে সংকটকালীন সময় উত্তোরনে সাহসী, কার্যকরী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মদানের বিনিময়ে সকল পর্যায়ে যেন বৈষম্য মুক্ত হয় সেই দোয়া করেন। পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ হেদায়াত উল্লাহ, মাওলানা দেলাওয়ার হোসাইন,আল আমীন, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, ঈদগাঁও উপজেলা সেক্রেটারি নুরুল আজিম প্রমূখ। পথসভা শেষে আমীরে জামায়াত কক্সবাজার এয়ার পোর্ট থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর পূর্বে এয়ার পোর্ট ভিআইপি লবিতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকীর নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন এতে সাবেক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের একটি প্রতিনিধিদল সমন্বয়ক আতহার সাকিব ও রবিউল ইসলামের নেতৃত্বে সাক্ষাৎ করেন। তিনি সমন্বয়কদের জন্য দোয়া করেন এবং দেশ গঠনে তাদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর