পেকুয়ায় গভীর রাতে ফিশিং ট্রলার ডাকাতি : ১৫ লক্ষ টাকার মাছ লুট

নিউজ রুম / ৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় ফিশিং ট্রলারের মাঝি মাল্লাদের অস্ত্র ঠেকিয়ে ১৫ লাখ টাকার ইলিশ লুট করে নিয়েছে সশস্ত্র
ডাকাত দল।
বৃহস্পতিবার (২১ আগষ্ট)  দিনগত রাত ২টায় উপজেলার সদর ইউনিয়ন ও উজানটিয়া ইউনিয়নের মধ্যবর্তী চিকখালী আজমখান এর বাড়ীর পার্শ্ববতি কাটাফাঁড়ি খালে এ ডাকাতি সংগঠিত হয়।
খাজা গরীব নেওয়াজ ফিশিং ট্রলারের মাঝি আবুল কালাম বলেন, সাড়ে তিন হাজার পিস ইলিশ মাছ নিয়ে ভোলাখালের হয়ে কক্সবাজার যাওয়ার পথে বিলহাসুরা এলাকায় পৌঁছামাত্র ৫০-৬০ জনের একটি ডাকাত দল অস্ত্র নিয়ে আমাদের ট্রলারে হামলা করে সব মাছ লুট করে নিয়ে যায়।
সশস্ত্র ডাকাত দল আমাদের ট্রলারের সব জেলেদের পিটিয়ে জখম করে মোবাইল ফোন নগদ টাকা ছিনিয়ে নেয়।
এসময় আমি পালিয়ে পার্শ্ববর্তি সোনালী বাজার নামক স্থানে আশ্রয় নিয়।
ফিশিং ট্রলারের মালিক চট্টগ্রামের আনোয়ায়ার কাজেম আলী ও হোসেন জানান,ট্রলার ডাকাতির খবর পেয়ে পেকুয়ায় আসি এবং স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি বিলহাসুরা এলাকার মো. কায়সারের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র লাঠি-সোঁটা নিয়ে ফিশিং ট্রলারে হামলা করে। এসময় ট্রলারে থাকা মাঝি ও জেলেদের পিটিয়ে জখম করে সব ইলিশ মাছ লুট করে নিয়ে যায়, এতে ফিশিং ট্রলারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে ।


আরো বিভিন্ন বিভাগের খবর