বিডি প্রতিবেদক :
ভারতের সাথে দরকাষাকষি করতে হলে দেশে জনগণের নির্বাচিত একটি শক্তিশালী সরকার থাকা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।আজ শুক্রবার কুমিল্লা সদর উপজেলা গোমতীতে বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ ৯ বছর পর প্রকাশ্যে কোনো দলীয় কর্মসূচিতে বক্তব্য দিলেন সালাউদ্দিন আহমেদ।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘ভারতের উজান থেকে আসা পানি বা সেখানকার বাঁধ খুলে দিলেই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দেয়। এতে দেশের মানুষের যান-মাল গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ইত্যাদি নানা ক্ষতি হয়েছে। বছরের পর বছর এ অবস্থা দেখে আসছি। গত কয়েক বছরে এই নিয়ে ভারতের সাথে কথা বলা বা দরকাষাকষি করার মতো কোনো সরকার ছিল না। এ পরিস্থিতি অবসানে জনগণের নির্বাচিত একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার দরকার।’
বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিস্ট ও স্বৈরাচারের পতন হয়েছে। গত ৫ আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। গত ১৫-১৬ বছরে ফ্যাসিবাদের কারণে যত ক্ষত হয়েছে- কারো শরীরে, কারো মনে, সমাজে, অর্থনীতিসহ সর্বত্র সেই ক্ষয়ক্ষতি বয়ে বেড়াচ্ছে। এখান থেকে মুক্ত হতে হলে একমাত্র পথ স্বৈরাচারী সরকারের দোসর, রাষ্ট্র বিদ্বেষী, অপর দেশের সেবাদাস আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই।’
গত ৫ আগস্টের পর ফ্যাসিবাদের দোসরা দেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে দেশের সাধারণ মানুষের ওপর দায় চাপানোর চেষ্টা করেছিল উল্লেখ করে সালাউদ্দিন বলেন, ‘তারা সফল হয়নি। দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ দলমত নির্বিশেষে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ থাকলে তারা সফল হবে না। ধর্ম যা-ই হোক, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। আমরা সবাই বাংলাদেশি, এ দেশের নাগরিক। বাংলাদেশি পরিচয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যতদিন এ বন্যা থাকবে; ততদিন বানভাসী মানুষের পাশে বিএনপি থাকবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী বর্নাত্যদের পাশে থাকবেন। কেন্দ্র থেকেও যতটুকু সম্ভব সাহায্য করা হবে। ’
পরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এসময় আরও ছিলেন বিএনপি নেতা মোস্তাক মিয়া, অধ্যক্ষা সেলিম ভূঁইয়াসহ বিপুল সংখ্যা জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
সুত্র : আমাদের সময়