শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুলের বার্তা

নিউজ রুম / ৬২ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

বিডি ডেস্ক

‘কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে, আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন’- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে এমন বক্তব্য দিলেও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারই তারিখ নির্ধারণ করবে। 

তিনি বলেছেন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারই তারিখ নির্ধারাণ করবে, আমরা তারিখ বলব না।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৈঠকে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল। সে দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন: সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের আজ আলোচনার জন্য ডেকেছিলেন। আমরা সবাই এসেছিলাম, প্রায় সোয়া ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস সাহেবের নেতৃত্বে যারা রয়েছেন তারা আন্তরিকতা-দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশকে একটা স্ট্যাবল অবস্থায় নিয়ে আসতে পারবেন।

‘একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি’-যোগ করেন মির্জা ফখরুল।

সুত্র : চ্যানেল আই অনলাইন

 


আরো বিভিন্ন বিভাগের খবর