বিডি প্রতিবেদক :
ছাত্রলীগের নেতাকর্মীদের গণহারে পিটুনির ঘটনায় পুলিশের বাড়াবাড়ি ছিল বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এই ঘটনায় পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি বেনজীর আহমেদকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।গতকাল সোমবার বরগুনায় জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ঘটনা ঘটে। এসময় পুলিশের লাঠিচার্জে আহত হয় ছাত্রলীগের শতাধিককর্মী।