শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা

নিউজ রুম / ৮৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ফারুককে গ্রেপ্তার অভিযানের সময় র‌্যাবের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাতে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্য আহত হয়েছেন। তারা হলেন আমিনুল, মো. মাসুদ ও বিশ্বজিৎ। ওমর ফারুক টেকনাফ পৌর আওয়ামী লীগের সদস্য এবং সাবেক আলোচিত মাদক সম্রাট আব্দুর রহমান বদির আন্তর্জাতিক ক্যাশিয়ার ছিলেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‘ফারুককে ধরতে আমাদের একটা অভিযান ছিল। এ সময় র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে দুর্বৃত্তরা। এতে আমাদের কয়েকজন সদস্য সামান্য আহত হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

টেকনাফের পুরান পল্লান পাড়ার বাসিন্দা মো. আজিজ বলেন, ‘রাতে বদির ক্যাশিয়ার ফারুকের বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ফারুক বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার লোকজন র‌্যাবের ওপর ইট পাটকেল ছুড়ে।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক খানে আলম বলেন, ‘আহত অবস্থায় রাতে র‌্যাবের তিন সদস্য চিকিৎসা নিতে এসেছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ বিষয় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, ‘র‌্যাবর ওপর হামালার ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।’

স্থানীয়রা জানান, গত সাত বছর আগে ফারুক একটি দোকানে কর্মচারী ছিলেন। বদির ছোট বোনকে বিয়ে করেন তিনি। পরে ফারুক আন্তর্জাতিক ক্যাশিয়ার হিসেবে পরিচিত লাভ করেন।

এদিকে, ফারুকের বিরুদ্ধে ইয়াবা, মাদক, হুন্ডি স্বর্ণসহ টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নামে বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অভিযোগে বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেনি ওমর ফারুক।

সুত্র : আমাদের সময়


আরো বিভিন্ন বিভাগের খবর