বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলার স্থায়ী বাসিন্দা (ভোটার), পেশাদার সাংবাদিক,মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াষী সাংবাদিকদের নিয়ে কক্সবাজার প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে মাহাবুবুর রহমান ( দৈনিক কক্সবাজার,বীর চট্টগ্রাম মঞ্চ) কে সভাপতি এবং এম বেদারুল আলম (দৈনিক কক্সবাজার) কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কার্যকরী কমিঠি ঘোষনা করা হয়েছে। উক্ত কমিঠি যে কোন সময় আগ্রহিদের সদস্য হিসাবে অর্ন্তভুক্ত করা সহ কমিটি পরিবর্তন পরিবর্ধন করতে পারবে। কক্সবাজার সদর প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন,সহ সভাপতি এমএস সাত্তার (চট্টগ্রাম ট্রিবিউন,দৈনিক কক্সবাজার বার্তা) গোলাম আরিফ লিটন (মাই টিভি) যুগ্ন সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম (চট্টগ্রাম প্রতিদিন,দৈনিক ইনানী) সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদ ( দৈনিক আমাদের বাংলা) অর্থ সম্পাদক জাহাঙ্গির আলম শামস ( বাংলাদেশ ট্রিবিউন,দৈনিক কক্সবাজার বার্তা) প্রচার ও দপ্তর সম্পাদক শাহী কামরান দৈনিক ঢাকা প্রতিদিন,দৈনিক সমুদ্র কন্ঠ) নির্বাহী সদস্য যথাক্রমে মো: শহিদুল ইমলাম (এশিয়ান টিভি) কাজী তামজিদ পাশা (দৈনিক দেশ বার্তা) ইরফান উল হাসান ( দৈনিক দৈনন্দিন) শিপন পাল (দৈনিক আমার সময়)
উল্লেখ্য ৪ জুলাই বেলা ১১ টার সময় কক্সবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে কক্সবাজার সদর প্রেসক্লাব গঠনকল্পে এক সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি,সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া,কক্সবাজার প্রেসক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের প্রমুখ। এ সময় নেতৃবৃন্ধ উপরোক্ত কক্সবাজার সদর প্রেসক্লাবের কার্যকরী কমিটি অনুমোদন দেন।