শিরোনাম :
খিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব; বন্দুক ও গুলি উদ্ধার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ৫ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা বিএনপির সভাপতির মামলা চকরিয়ায় ক্লিনিক,ল্যাব ও ফামের্সীতে অভিযানঃদেড় লক্ষ টাকা জরিমানা বৌদ্ধ ফোরাম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি ঘোষণা কক্সবাজারে বিএসপিএ’র উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন কোন দুর্বৃত্ত যদি কোন ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে বা ধর্মানুভূতিতে আঘাত হানে—রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে = আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে”–ধর্ম বিষয়ক উপদেষ্টা উখিয়ায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ আবারো ৭ দিনের রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা

ব্যাংকারের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

নিউজ রুম / ৮০ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে রাতের আধারে জানালার গ্রীল কেটে ব্যাকারের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে চুরি হওয়া বিষয়টি দৃশ্যমান হলেও,ব্যাংকারের ধারনা ১৫ আগষ্টের পূর্বেই চুরেরা এঘটনা ঘটিয়েছে।
দুর্ধর্ষ চুরির শিকার-ব্যাংকার খালেক মুর্শেদ হিরু,উপজেলার খুটাখালী ইউপির ৫নং ওয়ার্ডের মৃত মাষ্টার মোকতার আহমদের ছেলে।
ভূক্তভোগি ঘরের মালিক ব্যাংকার খালেদ মুর্শেদ হিরু বলেন,আমি রাঙ্গামাটিতে একটি ব্যাংকে চাকরি করি।সেই সুবাদে ঈদুল আযহার ছুটি কাটিয়ে আমার বসত ঘরটি তালাবদ্ধ করে স্বপরিবারে সেখানে চলে যায়।চুরেরা তা জেনে ধারণামতে গত ১৫আগষ্ট বাড়ীর জানালার গ্রীল কেটে ভিতরে ডুকে আলমারিরা তালা ভেঙ্গে নগদ কিছু টাকা সহ প্রয়োজনীয় মালামাল নিয়ে গেছে।শোকহত আগষ্টের বন্ধ পেয়ে গত মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে বাড়ী এসে ঘরে ডুকলে আসবাবপত্র- কাপড়চোপড়ের লণ্ডভণ্ড অবস্হা দেখে আমি বাকরুদ্ধ হই।এতে চুরেরা প্রায় দুই লক্ষটাকার মত ক্ষয়ক্ষতি করেছে।পরে বিষয়টি চকরিয়া থানায় জানালে,পুলিশ এসে সবকিছু পর্যবেক্ষণ করেছেন।এবিষয়ে মামলা করবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন,খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।ভূক্তভোগি ব্যাংকার থানায় অভিযোগ জমা দিয়েছেন।অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্হা নেওয়া হবে বলে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর