
স্টাফ রির্পোটার পেকুয়া
পেকুয়ায় আলোচিত শিক্ষক আরিফকে অপহরণ ও হত্যা করে লাশ গুমের ঘটনার অন্যতম আসামী ও হত্যাকান্ডের মুল মাষ্টার মাইন্ড জাহাঙ্গীর আলমের সহযোগী মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।
গত ৩০ অক্টোবর বিকাল ৩টার দিকে চকরিয়া পৌর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশের একটি আভিযানিক টিম আরিফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রুহুল আমিন নেতৃত্বে ইউনুস চেয়ারম্যানকে গ্রেফতার করে পেকুয়া থানা হেফাজতে নিয়ে আসেন ।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গ্রেফতার ইউনুস চৌধুরীর বিরুদ্ধে পেকুয়া থানায় শিক্ষক আরিফ হত্যা মামলা সাবেক ছাত্রদল নেতা মগনামার জয়নাল হত্যা মামলাসহ অপহরণ ডাকাতি অস্ত্র লুটপাট জলদস্যুতার প্রায় ডজন খানেক মামলা রয়েছে । তিনি বলেন, শিক্ষক আরিফ হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।