শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

পেকুয়ায় দীর্ঘ ১৬ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন : গণজমায়েতের প্রস্তুতি

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:

দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার কর্মী সম্মেলন আয়োজন করেছে সংগঠনটি।
এতে হাজার

নেতা কর্মীর উপস্থিতি ঘটবে এমনই প্রত্যাশা রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছে আয়োজক কমিটি।

আজ শুক্রবার (১লা সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় পেকুয়া আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশীত কর্মী সম্মেলন। সম্মেলন ঘিরে নেতা কর্মীদের মাঝে বিপুর উৎসাহ দেখা দিয়েছে। ইতিমধ্যে কর্মী সম্মেলনে উপস্থিত হতে ওয়ার্ড ও ইউনিয়নে পোস্টারিং লিফলেট বিতরণ করে প্রচারনা চালাচ্ছে, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতা কর্মীরা প্রচারনায় সরগরম থাকতে দেখা গেছে।

সম্মেলনে উপস্থিত থেকে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী,কক্সবাজার শহর শাখার আমীর আব্দুল্লাহ আল ফারুক,জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ হেদায়েত উল্লাহ,জেলা ছাত্র শিবির সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব। সম্মেলনের সভাপতিত্ব করবেন পেকুয়া উপজেলা জামায়াতে আমীর মাস্টার আবুল কালাম আজাদ ।

সম্মেলনের প্রস্তুতির বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমতিয়াজ উদ্দিন জানান, অনেক দিন পর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কর্মীদের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে। নেতা-কর্মীদের মাঝে চাঙাভাব দেখা দিয়েছে।

পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ বলেন, আগষ্টে ছাত্র জনতার গণ বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হয়,এই বিপ্লবের মাধ্যমে মানুষ সভা সমাবেশে কথা বলার অধিকার ফিরে পায়, দীর্ঘ ১৬ বছর পর এই পেকুয়ার মাঠিতে জমায়ত হতে ইতিমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে,পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার ময়দান হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে মুখরিতা হবে ইনশাআল্লাহ।

কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শন করেন, কক্সবাজার জেলা শহর শাখার আমীর আবদুল্লাহ আল ফারুক,কক্সবাজার জেলার কর্মপরিষদ সদস্য মুহাম্মদ হেদায়াত উল্লাহ, পেকুয়া উপজেলা আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা মাস্টার আবুল কালাম আজাদ,সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন,এসিস্ট্যান্টের সেক্রেটারি শ্রমিক নেতা দিদারুল ইসলাম,সাবেক ছাত্রনেতা পেকুয়ার কৃতিসন্তানসরফরাজ আলনেওয়াজ চৌধুরী, জয়নাল আবেদীন শ্রমিক নেতা আবুল বশর প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর