শিরোনাম :
পেকুয়ায় গুলি বর্ষণের ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা কোস্ট গার্ড ও র্যাবের অভিযান : শাহপরীর দ্বীপ উপকূল থেকে এক লাখ পিস ইয়াবা সহ ৫ ইয়াবা কারবারি আটক জাতিসংঘের সাধারণ পরিষদ রোহিঙ্গা সংকটের উপর প্রস্তাব গ্রহণ গভীর সাগরে ভাসতে থাকা ২২ মাঝিমাল্লা সহ ফিশিং বোট উদ্ধার পেকুয়ায় লবণমাঠ দখলে নিতে ফাঁকা গুলি ছুটলো র্দূবৃত্তরাঃআহত-১৬ চকরিয়া ডাকাতি মামলার তিন আসামীকে গ্রেফতার করেন পুলিশ গভীর সাগরে বিকল ১২ জেলে সহ ফিশিং ট্রলার উদ্ধার কক্সবাজারে বিশ্ব আবহাওয়া দিবস পালিত রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি : নিখোঁজ হয়ে মৃত উদ্ধার বিজিবি সদস্য চকরিয়ায় অস্ত্র,মাদক ও টমটম চুরি মামলা মিলে ৪ আসামী গ্রেফতার

পেকুয়ায় দীর্ঘ ১৬ বছর পর জামায়াতের কর্মী সমাবেশে নেতা কর্মীর ঢল

নিউজ রুম / ৬২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
0-0x0-0-0#

দেলওয়ার হোসাইন :
পেকুয়ায় দীর্ঘ ১৬ বছর পর জামায়াতের কর্মী সমাবেশে নেতা কর্মীর ঢল নেমেছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুর আড়াইটায় পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৬ পর জামায়াতের কর্মী সম্মেলন ঘিরে নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যায়, দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

0-3248×1440-0-0#

জুমার নামাজের পর থেকে শুরু হওয়া কর্মী সম্মেলনে দীর্ঘ ১৬ পর জামায়াতের নেতা কর্মীরা এক সাথে জমায়েত হতে পেরে উপস্থিত নেতা কর্মীদের মাঝে এক আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়। এযেন নেতা কর্মীদের মিলন মেলায় পরিনত হয়। বক্তব্যের পাশাপাশি হামদ নাত ও ইসলামি সংগীতে মুখরিত হয় সম্মেলনস্থল। এসময় নেতা কর্মীরা সম্মেলনের মাঠে আছর নামাজ আদায় করেন।
আছর নামাজের পর প্রধান অতিথি কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা শাহজাহান সম্মেলন স্থলে যোগ দেন।
উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি
মাওলানা ইমতিয়াজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা শাহজাহান চৌধুরী বলেন, ফ্যাসিস্টবাদী হাসিনা এ দেশে একনায়কতন্ত্র কায়েম করে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল,জামায়াতের সভা সমাবেশ নিষিদ্ধের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমও নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেয়। সারা দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, আকাশ থেকে গুলি করে নিরীহ শিশু হত্যা করে গণহত্যা চালিয়েছে।
তিনি বলেন, আওয়ামীলীগ দীর্ঘ ১৭বছর গুম খুন লুটপাট করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করে ছাত্র জনতার আন্দোলনের মূখে ভারতে পালিয়েছে। জামায়াতে ইসলামী সহ ইসলামী মূল্যবোধকে শেষ করেদিতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেও শেষ রক্ষাপায়নি। সেই হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়ে ফেরারী অপরাধী হয়ে পালিয়ে বেড়াচ্ছে ।বাংলাদেশের ইতিহাস থেকে আওয়ামী লীগের নাম মুছে দিবে বাংলার জনগণ। আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মাওলানা শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামীলীগ দীর্ঘ ১৭বছর গুম খুন লুটপাট করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করে।  জামায়াতে ইসলামী সহ ইসলামী মূল্যবোধকে শেষ করেদিতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেও শেষ রক্ষাপায়নি। নিজের গদি রক্ষার্থে  রাষ্ট্রীয় সকল যন্ত্র মন্ত্র ব্যবহার বিরোধী মতের মানুষকে গলাচিপে ধরে গণহত্যা করে ইতিহাসের নিকৃষ্টতর নজির স্থাপন করে। জামায়াতে ইসলামীকে রাজনৈতিক ভাবে মোকাবিলায় ব্যার্থ হয়ে নিষিদ্ধ করেছে। শীর্ষ নেতৃবৃন্দের মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়েছে। নির্যাতন নিপিড়নের সকল রেকর্ড ভঙ্গ করে জামায়াতকে শেষ করতে পারেনি। আজ কর্মী সমাবেশ বিশাল জনসভায় রুপান্তরই প্রমান করে আগামীর বাংলাদেশ ইসলামের সুশাসনের বাংলাদেশ।
তিনি পেকুয়াসহ সারা দেশের আওয়ামীলীগের সকল দোসরদের হুশিয়া করে বলেন, বাংলার জমিনে আর কোন অরাজকতা সৃষ্টি করতে চাইলে বাংলার ছাত্র জনতা সমুচিত জবাব দিবে।
বক্তব্য রাখেন রাখেন চকরিয়া পেকুয়া জামায়াত মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন,চকরিয়া পেকুয়ায় আর কোন চাঁদাবাজ সন্ত্রাসীর উত্থান হতে দিবনা, আগামীর পেকুয়া বৈষম্যহীন ছাত্র জনতার চকরিয়া পেকুয়া।
বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ও হোয়াইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী,  কক্সবাজার জেলা শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলাম, কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হেদায়েত উল্লাহ চকরিয়া উপজেলার সাবেক আমীর মাও, ছাবের আহমদ, কক্সবাজার জেলা ইসলামীর ছাত্র শিবিরের সভাপতি মুছা ইবনে হোছাইন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সাবেক পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুজ্জামান মঞ্জু, সরফরাজ আল নেওয়াজ চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর