স্টাফ রির্পোটার পেকুয়া :
বিএনপি গণমানুষের দল এখানে চাঁদাবাজ কিংবা দখলবাজদের স্থান নেই। বিএনপি এদেশে সুশাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ তা গত ১৫ বছরে ধ্বংস করেছে, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। শিলখালী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন এসব কথা বলেন।
শিলখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দু রশীদের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আবুল কালাম এমইউপির সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বিএ।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার জুবাইর আহমেদ , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার বেলাল উদ্দিন হায়দার, উপজেলা বিএনপির প্রচার প্রকাশনা সম্পাদক মুজিবুল হক চৌধুরী, টৈটং ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এম.মনজুর আলম, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, শিলখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আছহাব উদ্দিন, আবু ছিদ্দিক রনী, আবু ছিদ্দিক সাবেক এমইউপি, হেলাল উদ্দিন, শিলখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের ফরহাদ, শিলখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড আলি ইয়াছিন, শিলখালী ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি তারেকুল ইসলাম, শিলখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরাফাতসহ আরো অনেকে।
এসময় বক্তারা শিলখালী ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে আন্তরিক হয়ে কাজ করার অনুরোধ জানান।