সমাজ সংস্কারমূলক সংগঠন “আইডিয়াল ইয়ুথ ফোরাম কক্সবাজার” নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। উক্ত সংগঠনের আহবায়ক মনোনীত হয়েছেন কক্সবাজার জেলার পরিচিত সাংবাদিক হুমায়ুন কবির সিকদার। যুগ্ন আহবায়ক মনোনীত হয়েছেন ইসকান্দর মীর্জা ও শফিউল আলম কুতুবী। এছাড়া সদস্য সচিব- ফারুক আজম, সমন্বয়কারী- নিজাম উদ্দিন বাচ্চু এবং সদস্য যথাক্রমে ফসিহ উদ্দিন, মাহবুবুল হক, আব্দুল গাফফার কুতুবী, এমরানুল করিম, আতাউল গণি ওসমানী এবং নেজাম উদ্দিন। আগামী দিনে উক্ত সংগঠন প্রত্যেক এলাকায় আদর্শিক ভাবধারার সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।