মিয়ানমারে রাতভর বিস্ফোরণের বিকট শব্দ, সীমান্তে আতঙ্ক

নিউজ রুম / ৫৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। নাফ নদীর ওপার থেকে থেমে থেমে ভেসে আসে বিস্ফোরণের বিকট আওয়াজ। এর কারণে সীমান্তের বাসিন্দাদের আবার নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে ।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টা পর থেকে টেকনাফ, উপজেলার পৌরসভা, জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং,
হ্নীলা, হোয়াইক্যং, জাদিমুড়া, নাইট্যংপাড়া, শাহপরীর দ্বীপ দমদমিয়াসহ মিয়ানমার অভ্যন্তর থেকে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ।
সীমান্তে বসবাসকারী লোকজন বলছেন, কয়েকদিন বন্ধ থাকার পর আবারও মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। এতে কাঁপছে সীমান্ত এলাকার বসতঘর।
টেকনাফ জেটি এলাকার বাসিন্দা জহির উদ্দিন বলেন, ‘থেমে থেমে রাতভর বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে। রাত ২টির পর থেকে পরিবারের কেউই ঘুমাতে পারিনি।’
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফারিহা ইয়াসমিন বলেন, শনিবার রাতভর কয়েক মিনিট পর পর মিয়ানমারের ওপার হতে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে। এতে সীমান্তের পাশে বসবাসকারী স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করে। আগের চেয়ে এবারের বিস্ফোরণের আওয়াজ অনেক বড় ও আতঙ্কের ছিল।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, ‘সীমান্তের লোকজন বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পেয়েছেন বলে জানতে পারি। এরকম খবর পেলে আমরা সংশ্লিষ্টদের অবগত করি।’
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর