কাউয়ারখোপ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন

নিউজ রুম / ৫০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

আবু মিহরান  :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশে আবারো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। শত- সহস্র তরুণ, শিশু – কিশোর, দিন মজুরের রক্তের বিনিময়ে ৫ আগস্ট অর্জিত নতুন বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। এদেশের ছাত্র সমাজ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। আমরা তারুণ্যের ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়। জামায়াতে ইসলামী রামু উপজেলা কাউয়ারখোপ ইউনিয়ন শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা কলিম উল্লাহর সভাপতিত্বে ৮ নভেম্বর অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর, সাবেক উপজেলা আমীর ডা. শাহ আলম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রফিক ও উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন। প্রধান অতিথি আরো বলেছেন, জামায়াতে ইসলামী দেশের মানুষের সত্যিকারের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। একটি উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার নিশ্চিত করতে জামায়াত অগ্রনী ভূমিকা পালন করে আসছে। তাই জামায়াত কর্মীদের কে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। ইউনিয়ন সেক্রেটারি আবুল ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা নূরুল হাকিম, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা রফিকুল আলম, উলামা বিভাগ সভাপতি মাওলানা বশির উদ্দিন, যুব বিভাগ সভাপতি মাহবুবুর রহমান, জামায়াত নেতা তৈয়ব উল্লাহ, আব্দুশ শাকুর, মকবুল আহমাদ, মাওলানা মুহাম্মদ হাসান, মাস্টার উসমান গনি ও ছাত্রনেতা ইরাক মিয়া ।


আরো বিভিন্ন বিভাগের খবর