মহেশখালী থেকে বিভিন্ন মামলায় নারী সহ ১০ জন গ্রেপ্তার

নিউজ রুম / ৬৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

জয়নাল আবেদীন মহেশখালী থেকে :

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ নারীসহ ‌ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে।

বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিদের গ্রেফতার করেছে ।

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার এসআই মহসিন চৌধুরী পিপিএম, এস আই আল আমিন, এসআই ফয়েজুল, এস আই রিটন দাস, এসআই সাজ্জাদ হোসেন, এস আই এম দাদ হোসেন, এএসআই এজাহারের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন স্থান থেকে  নারীসহ বিভিন্ন মামলার  ১০ আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতার কৃতরা হচ্ছেন , মোহাম্মদ সালাউদ্দিন (৩৫), রাজিয়া বেগম (৪৫), হাসান নূর (৩০), মোঃ সুমন (২৬), আব্বাস হোসেন (৪৫), আব্দুর রহিম (৩৫), আইয়ুব ড্রাইভার (৪২), মোহাম্মদ হানিফ (৩০), মোঃ ইসহাক (৪০),ও ফজল আহমদ (৪৫)। গ্রেফতারকৃত আসামিরা সবাই মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার পর, আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর