শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

ভোলা’র মেঘনা নদী থেকে বিপুল পরিমান অবৈধ জাল ও খুঁটি জব্দ করলো মৎস্য দপ্তর

নিউজ রুম / ৫৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

এ.সি.ডি.অর্জুন :

নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ হলো মৎস্য সম্পদ। আর সেই মৎস্য সম্পদ আহরনে প্রতিনিয়ত চলছে আইনের লঙ্ঘণ বা অনিয়ম। আর সেই অনিয়ম রোধ করার জন্য সরকার বছরের বিভিন্ন সময়ে মাছ ধরায় অবরোধ দিলেও অসাধু ব্যাবসায়ীরা তাদের অনিয়মগুলো সর্বদাই চালিয়ে যাওয়ার পায়তারায় ব্যস্ত থাকে। তাই সেসব অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার(১৭ নভেম্বর’২৪) ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ভোলার চর নামক স্থানে অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর। অভিযানে নেতৃত্ব প্রদান করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান । অভিযান সম্পর্কে মাহামুদুল বলেন, “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সম্মানিত পরিচালক জনাব এমদাদুল্যা স্যারের দিকনির্দেশনা এবং ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জানাব বিশ্বজিৎ কুমার দেব স্যারের তত্বাবধানে আমরা ভোলা সদর উপজেলাধিন মেঘনা নদীর ভোলার চরে অভিযান পরিচালনা করি। সকাল ৭.০০ টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত চলা অভিযানে ১৫০ টি মশারী জাল ও ৯০০ টি বড় খুঁটি জব্দ করতে সক্ষম হই। আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের জব্দকৃত জালগুলো জন্মুখে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। প্রায় ৫ ঘন্টা যাবত চলা অভিযানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের একটি টিম ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।


আরো বিভিন্ন বিভাগের খবর