শিরোনাম :
ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব আছিয়ার ধর্ষকদের সবোর্চ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ছাত্রদের মানববন্ধন

ডুলাহাজারা থেকে পরোয়ানাভূক্ত ৪ আসামী গ্রেফতার

নিউজ রুম / ১৮৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :

চকরিয়া থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত পলাতক ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮ টা পর্যন্ত ওসি মহোদয়ের নির্দেশে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ডুলাহাজারা ইউপির ৯নং ওয়ার্ডের রংমহল এলাকার মোঃ হেলালের ছেলে আবরার হামিম (১৯),মোঃ শাহাজাহানের ছেলে মোঃ তাসিব (২০),মোঃ মোবারক আহমদের ছেলে তমজিদুল হাসান (২০) ও মোঃ বদর উদ্দিনের ছেলে আলফি হাসান রিফাত (১৯)। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া।তিনি বলেন-অল্প বয়সে অভিভাবকদের অবহেলায় কঁচি ছেলেরা আইনী বর্হিভূত কাজে জড়িয়ে পড়ে।বিধায় তাদের নামে মামলা হয়।মামলার খবর পেয়ে পালিয়ে বেড়ায়।গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তবে আবরার হামিম(১৯) এর বিরদ্ধে থানার মামলা নং-২৩/২৪ইং,মোঃ তাসিব (২০) এর বিরদ্ধে থানার মামলা নং-২৩/২৪ইং,তমজিদুল হাসান(২০) এর বিরদ্ধে থানার মামলা নং-২৩/২৪ইং ও আলফি হাসান রিফাত (১৯) এর বিরদ্ধে থানার মামলা নং-২৩/২৪ইং গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় আটক পূর্বক আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর