
নিজস্ব প্রতিবেদক পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে আলাউদ্দিন আলালের বিরুদ্ধে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এক বয়োবৃদ্ধার দোকান ভেঙ্গে দিয়ে জবর দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগী বয়োবৃদ্ধা শাকেরা বেগম।
পেকুয়া সদর ইউনিয়নের মরহুম মাওলানা একরামুল হকের বসতবাড়ীতে ২০ নভেম্বর দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বয়োবৃদ্ধা বিধবা শাকেরা বেগম প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন,২০০৪ সালে আকতার আহমদ চৌধুরীর নিকট হতে ১ একর জমি ক্রয় করি। উক্ত জমির জমাভাগ খতিয়ান সৃজিত করে ভোগদখল থাকা অবস্থায় মগনামার আলাউদ্দিন আলালকে ৩ গন্ডা বিক্রি করে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে দখল বুজিয়ে দিয়।
আলাউদ্দিন তার ক্রয়কৃত জায়গায় বাউন্ডারী দিয়ে বসতঘর নির্মাণ করে ভোগদখলে আছেন।
তিনি বলেন,তার কোন ছেলে সন্তান নেই ৬ কন্যা বিয়ে দিয়ে দিয়, পুত্রহীণ একাকি বসবাস করায় অসহায়ত্বের সুযোগ নিয়ে আলাউদ্দিন দাপট খাটিয়ে আমার দোকান ঘর জবর দখলের অপচেষ্টা চালিয়ে তাকে নির্মম নির্যাতন করে আসছে।
তিনি অভিযোগ করে বলেন, আলাউদ্দিন কখনো ইউএনও কখনো এ্যাসিল্যান্ড মহোদয়ের নাম ভাঙ্গিয়ে দোকান ভেঙ্গে দেয়ার হুমকি দেয়, আলাউদ্দিন আমার দোকান ঘর জবর দখলে নিতে স্কেভেটর ভাড়া নিয়ে প্রভাবশালী ও সন্ত্রাসীদের মাধ্যমে প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে।
বয়োবৃদ্ধা বিধবা আরও অভিযোগ করে বলেন,পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চলমান বিচারের তোয়াক্কা না করে আমার দোকান ঘর জবর দখলের হুমকি দিচ্ছে। চিহ্নিত সন্ত্রাসীদের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর মহড়া দেয়ায় তার ভাড়াটিয়া সহ যে কোন সময় যে কোন অনাঙ্ক্ষিত ঘটনার আশংকায় রয়েছেন। তিনি এ বিষয়ে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।