চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট এর অবহিতকরণ সভা

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

বাল্যবিবাহের হার রোধ করা, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরি সহ ৫ টি মৌলিক বিষয় নিয়ে আগামী ৪ বছর কাজ করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেইফটি নেট প্রোজেক্টের অবহিতকরণ সভা হয়েছে কক্সবাজারে।
শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবির চিসিক।
বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমীন চৌধুরী প্রমুখ।
অবহিতকরণ সভায় আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে আগামী ৪ বছর কাজ করা হবে।
প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর