বিডি প্রতিবেদক :
২০২৪ সালের জুলাই আগস্ট এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে কক্সবাজার ডিসি কলেজ এক স্বরণ সভা করেছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ।
কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার বিয়াম মডেল হাই স্কুলের অধ্যক্ষ শরিফুল ইসলাম, কলেজের শিক্ষক মোঃ কায়সার উদ্দিন, শিক্ষার্থী সানাউল্লাহ নূর, মোঃ মহি উদ্দিন, ইলমান হুদা আরবি, শাহরিয়ার শাহীন, ফাহিমুল হক, মোহাম্মদ ফয়সাল, সিনান।
ডিসি কলেজের শিক্ষক রোশনা আক্তার সুমার সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় শিক্ষার্থীরা ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নজরুল সংগীত পরিবেশন করেন।