জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার সহ-দফতর সম্পাদক ও খুটাখালী শ্রমিকদলের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক রেজু বসত ঘরের সীমানা প্রাচীর ও ঘরের আসবাব ভাংচুর;লুটপাট এবং হামলা চালিয়ে রক্তাক্ত করার দায়ে করা মামলার ২ আসামীকে গ্রেফতার করেন থানা পুলিশ। যার থানা মামলা নং-৪৩/২৪ইং।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে মাইজপাড়াস্হ রেললাইন থেকে ধৃতদের গ্রেফতার করা হয়েছে।
বাদী-রিদওয়ানুল হক রেজু (৩৫) উপজেলার খুটাখালী ইউপির ৪ নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-ওই এলাকার ছাবের আহমদের ছেলে গিয়াস উদ্দিন ও শাহাব উদ্দিন।
গ্রেফতারেন সত্যতা নিশ্চিত করেন চকরিয়া থানার এসআই রাজীব কুমার সাহা।তিনি জানান-সীমান প্রাচীর ও ঘরের আসবাব ভাংচুর লুটপাট ও হামলা করে নারী-পুরুষ চারজনকে আহত করার দায়ে থানায় মামলা রেকর্ড হলে,আমি এজাহার নামীয় ২ আসামীকে গ্রেফতার করি।
উল্লেখ্য-বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রমিকদল নেতা রেজুর বাড়ীর সীমানা প্রাচারী ও ঘরের আসবাব ভাংচুর স্বর্ণালংকার, টাকা লুটপাট সহ হামলা চালিয়ে রিদওয়ানুল হক রেজু(৩৫), দিল বাহার বেগম(৫৬), রুজিনা আকতার(৩০),রায়হানুল আকতার(২৫) কে রক্তাক্ত ফুলা জখম করার দায়ে থানায় মামলা রেকর্ড করেন ওসি মহোদয়। ফলে এজাহার নামীয় আসামীদের মধ্যে দুইজনকে আপাতত করা হয়েছে।