শিরোনাম :
৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গাঁজাসহ একজন রোহিঙ্গা নারী গ্রেফতার সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড জুলাই গনহত্যার বিচার তরান্বিত করে সাম্য ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে কক্সবাজারের জুলাই পদযাত্রা সফল করতে উখিয়ায় সংবাদ সম্মেলন কক্সবাজারে সেমিনার তৃনমুল পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক গুলোকে আধুনিকায়ন করা হচ্ছে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ সমাবেশ বিএনপি থেকে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করলেন ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান মালুমঘাটে সৌদিয়া বাস আর জিপভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-,আহত-২ অপহরণকারী গ্রেফতার

ক্যান্সার রোগী কমরুন্নেছাকে আটকে রেখে জায়গা দখলঃপুলিশ এসে ভিকটিম উদ্ধার

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃকক্সবাজার,
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহাব উদ্দিনের খরিদা জায়গা জবরদখল করার জন্য উনার স্ত্রী ক্যান্সার রোগী কমরুনেচ্ছাকে অভিযুক্ত ব্যক্তির বাড়ীতে বেদড়ক মারধর করে আটকে রাখেন।পরে পুলিশ এসে ভিকটিম ওই মহিলাকে উদ্ধার করেছেন।
সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের সময় খুটাখালীে ন্যাক্কারজনক এঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মোঃ শাহাব উদ্দিন জানান-আমি খুটাখালী মৌজার মাইজপাড়াস্হ সৃজিত বিএস ২৩০১নং খতিয়ানের বিএস ৪০৫দাগের ২১.৬০ শতক জমি রেজিস্ট্রার মূলে খরিদা মালিক হই।ক্রয় পর থেকে আমি শান্তিপূর্ণ ভাবে ভোগ-দখলে আছি।আমার ক্রয়কৃত জায়গাতে পিলার সহ ঘেরাবেড়া উপড়ে ফেলে।রাতে এমন কাজ করে দিনের বেলায় আমি বাড়ীতে না থাকাবস্হায় আমার স্ত্রী ক্যান্সার রোগীকে কমরুনেচ্চাকে জবর-দখলকারী মনজুর আলম (৫৫) ও তার ছেলে ওমর ফারুক রোস্তম (৩০)রা জোরপূর্বক তাদের বাড়ীতে ঢুকিয়ে বেদড়ক মারধর করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটক রেখেছে।পরে তারা আমার জায়গায় খড়ের গাদা তৈরি করেছে এমন কথা শুনে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি।পরে পুলিশ দ্রুত এসে ভিকটিম স্ত্রীকে করলে,দেখি তার মুখের ভিতরে গোবর ডুকিয়ে দিয়েছে। তার মানে বিষ খাওয়াতে চেয়েছিল মনে হয়।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই মোস্তাকিম হোসাইন জানান-আমি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে বিবাদীর বাড়ীর ভিতর থেকে অসুস্থ কমরুনেচ্ছাকে উদ্ধার করি।পরে ওই মহিলাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করি।এবিষয়ে ওসি মহোদয়কে বিস্তারিত জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর