চকরিয়ায় সাজাপ্রাপ্ত সহ ৬ আসামীকে আটক করলো পুলিশ

নিউজ রুম / ২৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
চকরিয়ায় সাজাপ্রাপ্ত সহ পলাতক ৬ আসামীকে বিভিন্ন এলাকা থেকে আটক করলো থানা পুলিশ।
রবিবার রাত থেকে সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করেন পুলিশ।
আটককৃতরা হলেন- নাঈমুল হাছান জয় (২৩) উপজেলার বদরখালী ইউপির ৩নং ওয়ার্ডের পশ্চিম পুকুরিয়া পাড়ার জয়নাল আবেদীনের ছেলে,মোঃ আলী হোসাইন,দরেবেশ কাটার পূর্বপাড়ার আবদু শুক্কুরের ছেলে,আমির হোসেন (৪০) ফাঁসিয়াখালী ইউপির ৯নং ওয়ার্ডের কাচারীপাড়ার মৃত আবু সৈয়দের ছেলে, কফিল উদ্দিন,একই ইউপির ৮নং ওয়ার্ডের দক্ষিণ সিকদার পাড়ার মরহুম আব্দুল কাদেরের ছেলে,নাসির উদ্দিন,বদরখালী ইউপির মগনামা পাড়ার ছাব্বির আহমদের ছেলে ও মাহমুদুল করিম (৪০) ফাঁসিয়াখালী ইউপির ৯নং ওয়ার্ডের কাচারীপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া জানান-অপরাধ করে প্রশাসনের ধরা-ছোয়ার বাইরে পলাতক ছিল ধৃতরা।গোপনে তাদেরকে আটক করা হয়।তবে আটক নাঈমুল হাছান জয় (২৩) এর বিরুদ্ধে থানার মামলা ১/২৪ইং,মোঃ আলী হোসাইন ১বছরের সাজা, আমির হোসেন (৪০) ৩ মাসের সাজা, কফিল উদ্দিন পরোয়ানাভুক্ত আসামী,নাসির উদ্দিন পরোয়ানাভুক্ত আসামী ও মাহমুদুল করিম (৪০) পরোয়ানাভুক্ত আসামী ছিল।ধৃতদেরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর