বিডি প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মানে জামায়াত ইসলামির বিকল্প নেই। ‘৭১ সালের পর থেকে দীর্ঘ ৫৩ বছর বাংলাদেশের মানুষ শুধু প্রতারিত হয়েছে এবং বৈষম্যের শিকার হয়েছে। তাই আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মানে যাকাত ভিত্তিক ইসলামি অর্থ ব্যবস্থা চালু করার মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
হামিদুর রহমান আযাদ আরো বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টের বিদায় হয়েছে, আমরা নতুন কোন ফ্যাসিস্টের উদ্ভব হতে দিব না, তিনি বলেন, এই দেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে সব ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করতে না পারলে এ জাতির ভবিষ্যৎ অন্ধকার। তাই বাংলাদেশ জামায়াত ইসলামিতে যোগদান করে নিজেকে ইসলামি আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে উপস্থাপন করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের উদ্যেগে গতকাল সোমবার স্থানীয় বজল মার্কেট সংলগ্ন মাঠে সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বৈষম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সাধারণ মানুষ অংশ গ্রহণ করলেও তার ক্রেডিট নিয়েছে শুধু মাত্র একটি গোষ্ঠী। বাংলাদেশ জামায়াত ইসলামি কোনদিন স্বাধীনতার বিপক্ষে ছিল না, শুধু ভারতের বিপক্ষে ছিল বিধায় জামায়াত ইসলামিকে তথ্য সন্ত্রাসের শিকারে পরিণত করেছে। দেশের পক্ষে আমাদের অবস্থান ছিল বলে জামায়াতের কোন নেতা পালিয়ে য়ায়নি। যারা দেশের সম্পদ, ব্যাংক, বীমা অর্থ লগ্নিকারি প্রতিষ্ঠান লুট করেছে তারাই তাদের প্রধানমন্ত্রীসহ এমপি, মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে।
তিনি বলেন, জুলাই -আগস্ট বিপ্লবের মুল স্পিরিট ছিল সন্ত্রাস চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা দেশ গড়া। জামায়াতে ইসলামী সেই চেতনা ধারণ করে আগামীতে একটি সুন্দর দেশ গড়তে তুলতে কাজ করে যাচ্ছে।
১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ফোরকানুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখন, কেন্দ্রীয় সুরা সদস্য কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যাপক নুর আহমদ আনোয়ারী, কেন্দ্রীয় সুরা সদস্য জেলা নায়েবে আমির মুফতি মাওলানা হাবিব উল্লাহ, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবুতাহের চৌধুরী ও শামসুল আলম বাহাদুর।
সাধারণ সম্পাদক কলিম উল্লাহর স লনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোছাইন, কক্সবাজার শহর জামায়াতের আমির সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, শহর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান, ভিপি শহিদুল আলম বাহাদুর, পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জামায়াত নেতা মাস্টার শফি উল্লাহ কুতুবী, শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, এম এজাবতুল্লাহ কুতুবী, আতাউর রহমান কায়সার, রহমতুল্লাহ।