জিয়াউল হক জিয়া,
যথাযথযোগ্য মর্যাদায় কক্সবাজারের চকরিয়ায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির আলোকে সূর্যোদয়ের সাথে-সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আতিকুর রহমান,সহকারী কমিশনার(ভূমি) মোঃ এরফান উদ্দিন,এএসপি রকিব-উজ-রাজা,নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন,শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম,থানার ওসি মনজুর কাদের ভূইঁয়া,তদন্ত ওসি,অরুপ কুমার,তদন্ত ওসি ইয়াছিন সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পতিতি হয়।
এসময় ইউএনও স্বাগত বক্তব্যে বলেন-মহান স্বাধীনতা অর্জন করতে শহীদ হন ৩লক্ষ মা-বোন সহ মোট ৩০ লক্ষ মানুষ।যাদের জীবন ত্যাগের রক্তের বর্নার মাধ্যমে আজ আমরা স্বাধীন জাতি হিসাবে পুরো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছি।সেই শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে,খতমে কোরান,দোয়া মাহফিল,মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে।এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদেরকেও যথাযথযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে।আমরা দেশের দুই শ্রেণী অমর বীরদেরকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণের মাধ্যমে দিবসটি উদযাপন করবো।