চৌধুরী ইকরাম :
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট তথ্যপ্রযুক্তি ও স্মার্ট পাওয়ার সিস্টেম তৈরিতে বাংলাদেশী প্রযুক্তিবিদরা তাদের গবেষণা কার্যক্রম সমৃদ্ধ করে যাচ্ছে।
৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের প্রযুক্তিবিদরা অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের প্রযুক্তিবিদরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে এই প্রযুক্তিবিদদের নতুন নতুন উদ্ভাবনগুলো কাজে লাগাতে পারবে।
কক্সবাজারে IEEE (আই-ট্রিপল-ই) বাংলাদেশ সেকশনের উদ্যোগে তিনদিনব্যাপী “২৭তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং ” ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার সিস্টেমস এর সমাপনী দিনে বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে তিনদিনের এই সম্মেলন সম্পন্ন হয়।
উক্ত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. সাইফুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ও আইইইই প্রেসিডেন্ট প্রফেসর ড. ক্যাথলিন এ. ক্র্যামার এবং গেস্ট অব অনার ছিলেন ভারতের অটল বিহারী বাজপেয়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক প্রফেসর ড. এস.এন. সিং।
এবারের আইসিসিআইটি-২০২৪ এর জেনারেল চেয়ারের দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের প্রফেসর ড. মোহাম্মদ এস. আলম এবং আইসিপিএস-২০২৪ এর জেনারেল চেয়ারের দায়িত্ব পালন করছেন আইইইই ডব্লিউআইই চেয়ার ও বুয়েটের আই ত্রিফলই বিভাগের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইইইই বাংলাদেশ চেয়ার ও কনফারেন্স অরগ্যানাইজিং চেয়ার ও চুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক।
তিনদিনব্যাপী এই কনফারেন্সে দেশ-বিদেশের প্রায় ৬০০ শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, তরুণ প্রযুক্তিবিদ ও প্রকৌশল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।