পেকুয়ায় মিজানুর রহমান আজহারির মাহফিল : কয়েক লক্ষ মানুষের জমায়তের প্রস্তুতি

নিউজ রুম / ১০৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন :
কক্সবাজারের পেকুয়ায় আজ ২৭ ডিসেম্বর  বাংলাদেশের আলোচিত ও জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এতে লক্ষ লক্ষ মানুষের জমায়তের ঘটতে পারে। পেকুয়া থানা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
বিগত আওয়ামীলীগ সরকার মিজানুর রহমান আজহারিকে মাহফিল করতে না দেয়া ও দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের পর এই প্রথম ঢাকার বাইরে মাহফিল হওয়ায় দুর দুরন্ত থেকে পেকুয়ার ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
মাহফিল কমিটির সাথে কথা বলে জানা যায়, মিজানুর রহমান আজহারি ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ সহ জনপ্রিয় ইসলামিক বক্তাগণ বক্তব্য রাখবেন । সবচেয়ে আকর্ষণের বিষয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ মাহফিলে বক্তব্য রাখার কথা রয়েছে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার হলে লোক সমাগমের বিষয়টি আরও গুরুত্ব পায়। তিনিও দীর্ঘদিন পর নিজ এলাকায় বক্তব্য রাখবেন এমন খবর প্রচার হলে দলীয় নেতা কর্মী ও স্থানীয়দের মাঝে উৎসাহ দেখা দিয়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বেশ জনপ্রিয় হওয়ায় তার বক্তব্য শুনতে জনস্রোতের সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও তিনি বর্তমানে দেশের বাহিরে রয়েছেন। সালাহউদ্দিন আহমদের একান্ত সচিব ছফওয়ানুল করিম সুত্রে জানা যায় তিনি ভার্চুয়ালি ভিডিও কলে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে কক্সবাজার জেলা পুলিশের ১শ সদস্যের বিশেষ টিম পেকুয়ায় অবস্থান করছে। মাহফিলে আগত মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ বিশেষ টিম কাজ করবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ আইনশৃংখলা বাহিনী সাদা পোশাকে বিশেষ নজরদারিতে রয়েছে।
এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন,পেকুয়ায় বাংলাদেশের আলোচিত ও জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিলে আগত মুসল্লীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পেকুয়া থানা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, বিশেষ করে অনেক লোক জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা পুলিশ রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছ।  মাহফিল ঘিরে বা এই সুযোগে কোন দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়টি বিবেচনা রেখে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুতরাং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোন দুষ্কৃতকারীদের  সুযোগ দেয়া হবেনা। তিনি বলেন, ইতিমধ্যে পেকুয়া থানা পুলিশের বিশেষ টিম মাঠে রয়েছে বাড়তি নিরাপত্তার জন্য কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় ১শত সদস্যদের বিশেষ টিম পেকুয়ায় রয়েছে। পুলিশের পাশাপাশি সেনা বাহিনী, র‍্যাব ও গোয়েন্দা সংস্থা মাঠে রয়েছে,সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
বিগত আওয়ামীলীগ সরকার ইসলামিক বক্তৃতাদের মাহফিল নিষিদ্ধ করার কারণে ও ইসলামিক বক্তাদের নামে মামলা দিয়ে আটক করে  জেলে রাখা হলে ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। আওয়ামীলীগ সরকার আলেম  বিদ্বেষ এমন মনোভাবের কারণে মাহফিল গুলো ধর্মপ্রাণ মানুষের মাঝে আরও বেশী গুরুত্ব হয়ে উঠে। এতে ধর্মীয় আলোচনা শুনার পাশাপাশি আওয়ামী লীগের প্রতি ক্ষোভ প্রকাশ করতে মানুষের উপস্থিতি আরও বাড়িয়ে দেয় বলে মনে করেন বিশ্লেষকরা।


আরো বিভিন্ন বিভাগের খবর