শিরোনাম :
রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল সম্পন্ন, ১৯ জন হিফজ সমাপনকারী সম্মাননা পাগড়ী দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম আবারও চালু করার উদ্যোগ জাতীয় নির্বাচনের দিন গণভোট জণ আকাংখার পরিপন্থী-ডক্টর হামিদুর রহমান আযাদ জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত সংস্কার ছাড়া কোন নির্বাচন গ্রহণ যোগ্য হবে না-ডক্টর হামিদুর রহমান আযাদ ১২ নভেম্বর কে ‌ উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এক আলোচনা সভা কক্সবাজারে দায়িত্বশীল পর্যটন উন্নয়নে জাতীয় সেমিনার রোহিঙ্গা শরণার্থী সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা শুরু আমার দেশে সম্পদের অভাব নাই শুধু আদর্শ মানুষের অভাব–ডক্টর হামিদুর রহমান আযাদ

চকরিয়ায় অস্ত্র-গুলি সহ তিন আসামী গ্রেফতার

নিউজ রুম / ৮১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র-গুলি সহ দুই ডাকাত আর ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
শনিবার (৪ জানুয়ারী) সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-এমরানুল হক শামীম (২৫) উপজেলার ডুলাহাজারা ইউপির ১নং ওয়ার্ডের মালুমঘাটস্হ রিংভং ছগিরশাহ কাটা এলাকার রিদওয়ানুল হকের ছেলে।সাজ্জাদ হোসেন (২৫) একই এলাকার কামাল হোসের ছেলে ও আলমগীর (৩৬) পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম বাটাখালীর নুর আহমদের ছেলে।
থানা পুলিশের তথ্যমতে,এসআই রাজীব কুমার সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি সহ এমরানুল হক শামীম আর সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।পাশাপাশি আরেক এসআই একজন ওয়ারেন্টভূক্ত আলমগীর নামের যুবককে গ্রেফতার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া আটকের সত্যতা নিশ্চিত করেন।তিনি জানান-গোপন সংবাদের ভিত্তিতে ১টি এলজি অস্ত্র ও ২ রাউন্ড গুলি সহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।পরে পৌরসভা এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।তবে আটক অস্ত্রধারী দুইজনের বিরুদ্ধে আর্মস আইন ১৮৭৮ এর ১৯-এ ধারা মতে থানা মামলা নং-১২/১২-২৫ইং রুজু হয়।একই সময়ে ওয়ারেন্ট জারিকৃত আরেক আসামীকে আটকের পরে ধৃতদেরকে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর