
সাকলাইন আলিফ :
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ( বোরি ) কর্তৃক বিগত ২০২৩-২৪ অর্থবছরে গৃহিত গবেষণা প্রকল্প সমূহের ফলাফল উপস্থাপন উপলক্ষে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজারে রামু উপজেলার পেঁচারদ্বীপস্থ বোরি’র সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনার অনুষ্টিত হয়েছে।
এতে শৈবাল ও প্রবালসহ সামুদ্রিক বিভিন্ন বিষয়বস্তুর উপর গৃহিত ১৪ টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করেন সংশ্লিষ্ট গবেষকগণ। পরে উপস্থাপিত গবেষণালব্দ ফলাফল নিয়ে অংশগ্রহণকারি বৈজ্ঞানিক ও গবেষকগণ সহ অংশীজনরা প্রশ্নোত্তর পর্বে উন্মুক্ত আলোচনা করেন।
বোরি’র মহাপরিচালক কমোডর মো. মিনারুল হকের সভাপতিত্বে সেমিনারের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোকাব্বির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোকাব্বির হোসেন বলেন, সুনীল অর্থনীতির যে সম্ভাবনা তা গবেষণার মাধ্যমে লব্দ জ্ঞানকে মানবকল্যাণে ব্যবহারের উদ্যোগ নিতে। দেশের অর্থনীতির চাকার অগ্রগতি ও সমৃদ্ধিতে এসব গবেষণালব্দ ফলাফল ভূমিকা রাখবে। তাই বৈজ্ঞানিকদের আরও বেশী করে গবেষণার উপর জোর দিতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরি’র পরিচালনা বোর্ডের সদস্য ও নোয়ামি সভাপতি অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল মো. খুরশেদ আলম ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
এতে শতাধিক বৈজ্ঞানিক, গবেষক, শিক্ষক, প্রশিক্ষক, ব্যবসায়ি, চাষী, উদ্যোক্তা ও জেলেসহ বিভিন্ন শ্রেণীপেশার অংশীজনরা উপস্থিত ছিলেন।