শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

সেন্টমার্টিনের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ

নিউজ রুম / ২৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত পূর্ণিমার সময় নিম্নচাপের প্রভাবে ৩ নম্বর সংকেত থাকায় প্রায় ১০ দিন সেন্টমার্টিন দ্বীপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মাঝখানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ যোগাযোগ শুরু হয়। কিন্তু সাগরে আবারও ৩ নম্বর সংকেত দিলে গত ২ দিন ধরে টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছে। কোনো পণ্য আনা-নেওয়া করা যাচ্ছে না।
সেন্টমার্ন্টিনের সী প্রবাল বীচ রিসোর্টের স্বত্বাধিকারী আবদুল মালেক বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে গত ২দিন ধরে টেকনাফের সাথে সেন্টমার্টানের যোগাযোগ বন্ধ। এসময় দ্বীপের ১০ হাজার স্থানীয় বাসিন্দাদের খাবার সংকট দেখা দেয়। এছাড়াও সাগর উত্তালের কারণে আশঙ্কাজনক রোগীদের উন্নত চিকিৎসার জন্য টেকনাফ-কক্সবাজার নিয়ে যাওয়া সম্ভব হয়না। ফলে অহরহ দুর্ঘটনা ঘটে।’
খাদ্য সংকট নিরসনের জন্য দ্বীপে সরকারিভাবে একটি খাদ্য গুদামের কোনো বিকল্প নেই বলে জানায় সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দারা।
সমুদ্রে এখনো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।
তিনি বলেন, ‘বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর