টেকনাফ সমুদ্র উপকূলে পরিত্যাক্ত নৌকা তল্লাশী করে একটি বিদেশি জি-৩ রাইফেল ও একটি কিরিচ দা উদ্ধার করেছে বিজিবি

নিউজ রুম / ৩৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারে টেকনাফ সমুদ্র উপকূলে পরিত্যাক্ত নৌকা তল্লাশী করে একটি বিদেশি জি-৩ রাইফেল ও একটি কিরিচ দা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের সমুদ্র উপকূলের মিঠাপানিরছড়া এলাকায় বিজিবির সদস্যরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে থামার জন্য নির্দেশ দেয়। এতে লোকগুলো বিজিবির সদস্যদের উপস্থিতি দেখে পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। বিজিবির সদস্যরা ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
“ পরে ঘটনাস্থলে পরিত্যক্ত একটি নৌকা তল্লাশী করে বস্তার ভিতরে লুকানো অবস্থায় পাওয়া যায় একটি বিদেশি জি-৩ রাইফেল ও একটি কিরিচ দা। “
তিনি জানান, জব্দ করা পরিত্যক্ত নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে এবং উদ্ধার করা অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার ব্যাপারে টেকনাফ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর