বিডি প্রতিবেদক চকরিয়া :
চকরিয়ার বদরখালীতে পানিতে ডুবে এক পথ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার(২০আগষ্ট) সকাল ৬টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী জেটিঘাট সংলগ্ন একটি পুকুরে পড়ে তার মৃত্যূ হয়।
সলিলসমাধি- মো.কাইয়ুম (১৩) মহেশখালী উপজেলার উত্তর নলবিলা এলাকায়। সে বদরখালী বাজার
এলাকায় প্লাস্টিকের বোতল ও কাগজ কুড়িয়ে বিক্রি করতো বলে এলাকাবাসী জানিয়েছেন।
বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুকন উদ্দিন খোকা বলেন, সকাল ৬টার দিকে কাইয়ুম এর মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে, বদরখালী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।