বিডি প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে বিপূল পরিমাণ বিদেশী মদের বোতল ও বিয়ার জব্দ করেছে। এসব মাদক প্রতিবেশী মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে পাচারকারীরা এনেছিল।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে কমান্ডার আশিক আহমেদ জানান , গতকাল ২০ আগষ্ঠ (শনিবার) গভীর রাতে টেকনাফ কোস্টগার্ড স্টেশানের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর পাড়ে চালিয়াতলী ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের টহল টিম একটি ঝুপড়ি ঘর থেকে অভিনব কায়দায় লুকানো ৭টি বস্তা দেখতে পায়। পরে বস্তা গুলো তল্লাশী করে বিদেশী মদ ৯৪ বোতল গ্রান্ড রয়েল এবং ২৪৮ ক্যান আন্দামান বিয়ার জব্দ করে। এসব বিদেশি মাদক একদল মাদক পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার করে এনে মজুদ করেছিল।
কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান,জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।