বিডি প্রতিবেদক রামু:
কক্সবাজারের রামুতে হঠাৎ করে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। খামারি ও চাষিরা তাদের গরু নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গোয়াল ঘর থেকে নিয়ে যাচ্ছে গরু। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গরুর মালিক গিয়ে জবাই করার পূর্বে একটি গরু উদ্ধারের ঘটনাও ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রামুর বিভিন্ন এলাকায় গরু চুরি আশংকা জনক হারে বেড়ে গেছে। খামারি ও চাষিরা তাদের গোয়ালঘর পাহারা দিয়ে রেখেছে। তারপরেও সঙ্ঘবদ্ধ চোরের দল গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাচ্ছে। গরু পালনকারী খামারি ও গরু নিয়ে চাষাবাদ করা চাষিরা চরম বেকায়দায় রয়েছে বলে খামার মালিক গ্রুপের সভাপতি মোজাফফর আহমদ জানিয়েছেন।
রামুর রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিক বড়ুয়ার স্ত্রী স্বপ্না বড়ুয়া রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ২২ ফেব্রুয়ারি রাতে নেজাম উদ্দিন ,খোকা সহ একটি সঙ্ঘবদ্ধ চোরের দল স্বপ্না বড়ুয়ার গোয়াল ঘর থেকে গরু চুরি করে। রাতেই তারা জানতে পেরে কসাই নেজামের দোকান থেকে গরুটি উদ্ধার করে। ওরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জবাই করার পূর্বে গরুটি উদ্ধার করে স্বপ্না বড়ুয়া।
এ ব্যাপারে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন থানায়।
রামু খামার মালিক গ্রুপের সভাপতি মোজাফফর আহমদ বলেন, রামুতে গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। খামারিরা তাদের গরু নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি বড়ুয়া বলেন, অভিযোগ টি দেখে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গরু চুরি সহ রামু এলাকায় অপরাধ দমনে কাজ করছে পুলিশ।