কল্লোল দে :
পানি শুকিয়ে গেছে লালদীঘি গোলদিঘি ও বাজার ঘাটা পুকুরের পানি। পানি শুকিয়ে মাটির স্তর দেখা যাচ্ছে। বর্ষা মৌসুমে পুকুর গুলোতে পানি টয়টুম্বুর থাকলেও রোদের প্রখরতায় পানি শুকিয়ে তলানিতে ঠেকেছে পুকুর গুলোর। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ তিনটি পুকুরে সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। বিগত দুই বছর আগে বাজার ঘাটা পুকুরে বর্ষা মৌসুমে বন্ধুদের সাথে গোসল করতে নেমে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। অন্যদিকে বিগত বছরের বর্ষা মৌসুমে গোলদিঘিতে গোসল করতে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু ঘটে। পানির গভীরতা ছিল বলে এমন মৃত্যু বলে জানাই স্থানীয়রা। পানি সরবরাহ করে পুকুরগুলোর ঐতিহ্য ফিরিয়ে আনা দাবি স্থানীয়দের।