বিডি প্রতিবেদক :
কক্সবাজারের স্বেচ্ছাসেবী, অলাভজনক, অরাজনৈতিক ও মানবিক সংগঠন “হামীম-মফিজ ফাউন্ডেশন এর উদ্যোগে পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন ফিশারি পাড়া ও শুটকি শ্রমিকদের মাঝেইফাতর ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই সময় ফাউন্ডেশন চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, আমাদের উদ্দেশ্য হল অসহায় দারিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সেবা করা এবং কক্সবাজারের যে কোন দুর্যোগ সময় হামীম-মফিজ ফাউন্ডেশন অসহায় এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করে আসছে।
ঈদ সামগ্রী বিতরণে সময় উপস্থিত ছিলেন নতুন ফিসারী পাড়া সমাজ কমিটি সভাপতি আমির হোসেন সওদাগর, সহ সভপতি রহিম সওদাগর, ইসমাইল সওদাগর, গফুর আলম, জাফর সওদাগর, জাকির হোসেন এবং হামীম মফিজ ফাউন্ডেশন কর্মী রাকিব হাসান ও জাকিব হোসেন সহ আরও অনেকে।