ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কক্সবাজারে মিছিল

নিউজ রুম / ১৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

রহমান তারেক :

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কক্সবাজার জেলায় বিভিন্ন উপজেলা ও শহরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে এসব মিছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জানা যায়, কক্সবাজারের উপজেলাগুলোতে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। প্রত্যেকটি মিছিলে শত শত মানুষ অংশ নেন। তারা হাতে ‘ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও’, ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ‘ইসরায়েলি সন্ত্রাস বন্ধ করো’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন।

এদিকে কক্সবাজার শহরে দুপুর ১২টার দিকে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণের শহীদ দৌলত ময়দান থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে কলাতলী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং কলাতলীতে অবস্থিত একটি আন্তর্জাতিক ফাস্টফুড চেইন রেস্টুরেন্ট (কেএফসি)-এ প্রতীকী প্রতিক্রিয়া হিসেবে পাথর নিক্ষেপ করেন, এতে রেস্টুরেন্টটির গ্লাস ভেঙে যায়।

সমাবেশে আয়োজকরা বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রতিদিন শিশুসহ অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। এটি একটি মানবতাবিরোধী অপরাধ। বক্তারা বিশ্ববাসীকে, বিশেষ করে মুসলিম বিশ্বের নেতাদের, ফিলিস্তিনের এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, “আমরা কক্সবাজার থেকে বিশ্ববাসীর কাছে একটি বার্তা দিতে চাই ফিলিস্তিন একদিন অবশ্যই মুক্ত হবে।”


আরো বিভিন্ন বিভাগের খবর