শিরোনাম :
নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ক্যাম্পে ৪ রোহিঙ্গা খুন : আরসা প্রধান আতাউল্লাহর ৩ দিনের রিমান্ড ভারী বৃষ্টিতে শহর জুড়ে জলাবদ্ধতা কক্সবাজারে সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু এবং দুইজন নিখোঁজে প্রধান উপদেষ্টা ও তাসনিম জারাকে নিয়ে কটুক্তি, মহেশখালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক রেজাউল বরখাস্ত, উখিয়ায় খাল থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার রাজাপালং এমদাদুল উলুম মাদ্রাসায় বৃহৎ ইসলামিক লাইব্রেরি স্থাপনের ঘোষণা দিলেন শাহজাহান চৌধুরী পেকুয়ায় ১৬একর চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা দুই যুগ ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি লালজান পাড়া-রব্বত আলী পাড়া সড় মালুমঘাটে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেন র্দূবৃত্তরাঃ এসআই সঞ্জীব প্রত্যাহার

মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে নৌবাহিনী

নিউজ রুম / ৫২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে নৌবাহিনী।
মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের গভীর সাগরে এ অভিযান চালানো হয় বলে নৌবাহিনীর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধার হওয়াদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ নারী ও ২৮ জন শিশু রয়েছে। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এতে বলা হয়েছে, সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল পয়েন্ট দিয়ে ২১৪ জন রোহিঙ্গা বোঝাই ‘এফবি কুলসুমা’ নামের একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমের ৪৪ নটিক্যাল মাইল দূরবর্তী গভীর সাগরে ট্রলারটি অবস্থান করছিল। এসময় নৌবাহিনীর ‘বানৌজ দুর্জয়’ জাহাজটি সদস্যরা ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামার জন্য নির্দেশ দেয়। কিন্তু ট্রলার দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে নৌবাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে ট্রলারটির গতিরোধ আটকাতে সক্ষম হয়।
এসময় ট্রলারে থাকা লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া তথ্য জানায়। তারা সকলে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক বলে তথ্য দেয়। পরে ট্রলারে থাকা রোহিঙ্গাদের উদ্ধার করে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে আনার পর হস্তান্তর করা হয়।
এসব রোহিঙ্গাদের পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য কোস্টগার্ড ব্যবস্থা নেবে বলে নৌবাহিনীর সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর জানান, মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নৌবাহিনীর সদস্যরা কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে হস্তান্তর করেছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
উদ্ধার রোহিঙ্গাদের পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর