শিরোনাম :
উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ: সেন্টমার্টিনকে হারিয়ে সোনাদিয়ার রোমাঞ্চকর জয়

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফের মৃত্যু ; প্রেসক্লাবের শোক প্রকাশ

নিউজ রুম / ৭৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

ইকরাম চৌধুরী টিপু  :

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফ (৭৮) আর নেই।

আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার কনিষ্ঠ ভাই আরমানুল আজিম আরমান জানিয়েছেন।

এ তথ্য জানিয়েছেন।

আনোয়ারুল আজিম জোসেফ কক্সবাজার শহরের হাঙ্গরপাড়ার মাঝেরঘাটের প্রখ্যাত চিকিৎসক মরহুম ডা. আজিম উদ্দিন আহমদ ও মাছউদা বেগমের জ্যেষ্ঠ পুত্র। আনোয়ারুল আজিম জোসেফ ১৯৪৭ সালের ১১ জুন জন্মগ্রহণ করেন। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬২ সালে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে ১৯৬৪ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। ১৯৭১ সালে তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অত্যন্ত সজ্জন, প্রাজ্ঞ ব্যক্তিত্ব আনোয়ারুল আজিম জোসেফ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর প্রাক্তন প্রকল্প পরিচালক ছিলেন। এছাড়া, দীর্ঘ কর্মজীবনে তিনি আশা, অক্সফাম, অক্সফোর্ড, গ্রেট ব্রিটেনসহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন।

অসাধারণ প্রতিভাসম্পন্ন আনোয়ারুল আজিম জোসেফ মৃত্যুকালে এক পুত্র, এক কন্যা সন্তান, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মরহুম আনোয়ারুল আজিম জোসেফের প্রথম নামাজে জানাজা দুপুরে চট্টগ্রাম শহরের কাতালগঞ্জে এবং দ্বিতীয় নামাজে জানাজা রোববার এশারের নামাজের পর হাঙ্গরপাড়ার (উত্তর টেকপাড়া) মাঝেরঘাট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে মরহুমের পারিবারিক সুত্র জানিয়েছেন।

কক্সবাজার প্রেসক্লাব ও প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দের শোক :

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফের মৃত্যুতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃদ্বয় ১৯৭৫ সালে কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠায় মরহুমের অবদানের কথা উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। আনোয়ারুল আজিমের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য যথাক্রমে  বদিউল আলম, এস এম আমিনুল হক চৌধুরী ও আতাহার ইকবাল।


আরো বিভিন্ন বিভাগের খবর