জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ রোড মিয়াজি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে মিয়াজি পাড়ার বাসিন্দা জামাল উদ্দিন, হেফাজ উদ্দিন ভুট্টো ও বেলাল উদ্দিনের বাড়ি পুড়ে গেছে । মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । স্থানীয়দের তৎপরতা ও ফায়ার সার্ভিসের কারণে আশপাশের বেশ কিছু বাড়িঘর রক্ষা পেয়েছে। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দূর্ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন বলেন, আগুনের সুত্রপাত কি কারণে হয়েছে তা বলা যাচ্ছে না। আমার বাড়িসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।