শিরোনাম :
৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গাঁজাসহ একজন রোহিঙ্গা নারী গ্রেফতার সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড জুলাই গনহত্যার বিচার তরান্বিত করে সাম্য ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে কক্সবাজারের জুলাই পদযাত্রা সফল করতে উখিয়ায় সংবাদ সম্মেলন কক্সবাজারে সেমিনার তৃনমুল পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক গুলোকে আধুনিকায়ন করা হচ্ছে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ সমাবেশ বিএনপি থেকে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করলেন ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান মালুমঘাটে সৌদিয়া বাস আর জিপভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-,আহত-২ অপহরণকারী গ্রেফতার

জেলা জামায়াতের ষান্মাসিক শূরা ও কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

নিউজ রুম / ১৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

আবু মিহরান :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার ষান্মাসিক শূরা অধিবেশন ও কর্মপরিষদ সদস্য ১৯ জুন বিকাল ৩টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য শিক্ষাবিদ অধ্যাপক আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। বক্তারা বলেছেন, দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ দেশ থেকে নির্বাচন ও নির্বাচনী পরিবেশ কে প্রচলিত আইন কানুনের তোয়াক্কা না করে নির্বাসনে পাঠিয়েছিল। দেশের বৃহৎ একটি অংশ নির্বাচনে ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আবারো যদি সমঝোতা ও পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। তাই জামায়াতে ইসলামী দেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের মানুষ ভোটের অধিকার আদায়ে দীর্ঘ সাড়ে পনেরো বছর অপেক্ষা করেছে, তাই যেনতেন নির্বাচন হলে দেশের মানুষ মেনে নিবে না। অতিথিবৃন্দ আরো বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়। ইসলামী মূল্যবোধ ও শিক্ষা -সংস্কৃতির আলোকে এদেশের তরুণ প্রজন্মের মন ও মগজকে গড়ে তুলতে হবে। তাই আগামী নির্বাচনে দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সকল পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তি কে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কক্সবাজার জেলার প্রতি ইঞ্চি মাটিকে ইসলামের জন্য গড়ে তুলতে হবে। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাই


আরো বিভিন্ন বিভাগের খবর