বিডি প্রতিবেদক :
সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে কক্সবাজারে মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আগামীর জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন।
আজ দুপুরে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ,কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন।
বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের সরকারি অধ্যাপক জহিরুল হক, বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার মোরশেদুর রহমান খোকন, দৈনিক আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাইন উদ্দিন হাসান সাহেদ, ঘোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবসার উদ্দিন প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক।
স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশ সম্মত বাংলাদেশ থেকে যেতে হলে বৃক্ষরোপনের বিকল্প নেই। পুরো দেশকে সবুজ করে রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বৃক্ষরোপণ সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। তাই এই সময়ে সবাইকে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে বৃক্ষরোপন করতে হবে।
এ সময় অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের হাতে নানা প্রজাতির গাছের চারা তুলে দেন।
ঘোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, পাশের মসজিদ প্রাঙ্গণ ও কয়েকটি সড়কের দুপাশে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব কক্সবাজার।
এছাড়াও মাস ব্যাপী এই কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করবে প্রকৃতি ও জীবন ক্লাব কক্সবাজার