বিডি প্রতিবেদক :
০৭/০৭/২০২২ খ্রিঃ রাত ০২ঃ৪৫ ঘটিকায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুল্লাহ(২০), পিতা- আলী জোহার, ব্লক-ডি/৪, ঘর-১৪৮, এফসিএন-২৪৪০০৮ এবং রোহিঙ্গা মোঃ ইয়াকুব (২৩), পিতা- ইউসুফ, ব্লক-বি/৬, ঘর-১২২২, এফসিএন-২৫১৫৪, উভয় ক্যাম্প-উনচিপ্রাং‘দ্বয়কে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ০১(এক) টি দেশীয় তৈরী একনালা বন্দুক (যার দৈর্ঘ্য ২৯ ইঞ্চি, ০৩ (তিন) রাউন্ড গুলি এবং ০২(দুই) টি রামদা উদ্ধার করা হয়। আসামীদ্বয় ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত মর্মে জনশ্রুতি রয়েছে।