বিডি প্রতিবেদক :
বৌদ্ধ ফোরাম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ জুন সিনিয়র নেতৃবৃন্দেদের পরামর্শক্রমে ৩১ সদস্যের এই আহবায়ক কমিটি গঠন ঘোষণা করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘোষিত কমিটি আহবায়ক এডভোকেট সম্যৎক দৃষ্টি বড়ুয়া, সদস্য সচিব মিথুন বড়ুয়া বোথাম, সিনিয়র যুগ্ন আহবায়ক পুলুমং রাখাইন, যুগ্ন আহবায়করা হলেন সুজন বড়ুয়া, আলুরী রাখাইন, মংহ্লায়ই রাখাইন, আজাই মং রাখাইন।
এছাড়াও কমিটিতে উল্লেখযোগ্য পদে রয়েছেন:
পুলুমং রাখাইন (টেকনাফ) – সিনিয়র যুগ্ম আহ্বায়ক
সুজন বড়ুয়া (উখিয়া) – যুগ্ম আহ্বায়ক
আলুরী রাখাইন (হারবাং) – যুগ্ম আহ্বায়ক
মংহ্লায়ই রাখাইন (চকরিয়া) – যুগ্ম আহ্বায়ক
আজাই মং রাখাইন (পেকুয়া) – যুগ্ম আহ্বায়ক
নেতৃবৃন্দ জানিয়েছেন, খুব শীঘ্রই এক সভার মাধ্যমে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
বৈঠকে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বৌদ্ধ নেতারা অংশ নেন এবং বৌদ্ধ সমাজের ঐক্য, উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।