শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

কক্সবাজার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার পদযাত্রা

নিউজ রুম / ৫৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ কক্সবাজার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার পদযাত্রা। সকাল ১০ টার মধ্যেই কক্সবাজার এসে পৌঁছার কথা রয়েছে এনসিপির কেন্দ্রিয় নেতাদের।

এসব জুলাই যোদ্ধাদের বরণ করতে সমুদ্র শহর কক্সবাজারে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন।

তিনি জানান, শনিবার কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজার আসছেন। শনিবার সকাল ১০ টার দিকে কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে আসবেন। সেখানে জনসভা অনুষ্ঠিত হবে। যার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন শেষে সকল দলের মানুষ বাস টার্মিনালে জমায়েত হওয়ার ইচ্ছে পোষণ করেছে। কক্সবাজারে জুলাই আন্দোলন যেভাবে শহরের বাইর থেকে শুরু করে ক্রমান্বয়ে শহরে প্রবেশ করেছে। সেই ভাবে প্রবেশ করতে পদযাত্রাটি। জনসভাটি জনারণ্যে পরিণত হওয়ার আশা করছি।

এস এম সুজা উদ্দিন বলেন, কক্সবাজার রাজনৈতিকভাবে উর্বর ভূমি। এটা আন্তর্জাতিক শহর। আশা করি এখানে গোপালগঞ্জের মতো কোন ঘটনা হবে না।এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় হয়েছে। আশাকরি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, সকল উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নিবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর